নিজস্ব প্রতিনিধি
গত ২৫ এপ্রিল কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা গ্রামে পাম্প চুরিকে কেন্দ্র করে আরিফ হোসেন দোভাষ খুন হয়।
এই ঘটনায় নিহতের বাবা আহমেদ হোসেন বাদী হয়ে কর্ণফুলী থানায় হত্যা মামলা নং-দায়ের করেন।
এই হত্যা মামলার মূল হোতা মোঃকায়সারকে কর্ণফুলী থানাধীন শাহ আমানত সেতু এলাকা হতে অস্ত্র সহ আটক করেন পুলিশ।
বুধবার রাতে কর্ণফুলীর চৌকস পুলিশ অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেফতার করেন।বিষয়টি নিশ্চিত করেন বন্দর জোনের এডিসি আরেফিন জুয়েল।
এই বিষয়ে সিএমপি জনসংযোগ শাখা থেকে জানানো হয়, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) শ্যামল কুমার নাথের সার্বিক দিক নির্দেশনায় উপ-পুলিশ কমিশনার (বন্দর) মোঃ হামিদুল আলম এর তত্ত্বাবধানে সহকারী পুলিশ কমিশনার (কর্ণফুলী) মোঃ ইয়াসির আরাফাত এর তদারকিতে কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ মোঃ ইসমাইল হোসেন ও ওসি তদন্ত মোহাম্মদ জোবাইর সৈয়দ এর নেতৃত্বে টিম কর্ণফুলী মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ঘটনার মূল হোতা মোঃ কায়সারকে কর্ণফুলী থানাধীন শাহ আমানত সংযোগ সেতুর দক্ষিণ পাশের এলাকা হতে অস্ত্রসহ আটক করে।
পরবর্তীতে তার স্বীকারোক্তি মতে হত্যাকান্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়। এছাড়াও মামলার ঘটনার সাথে সংশ্লিষ্টতার অভিযোগে মোঃ দিদার ও শেখ আহমেদকে কর্ণফুলী থানাধীন বিভিন্ন স্থান হতে আটক করা হয়।