রিপন মিয়া সদর প্রতিনিধি মৌলভীবাজার।
মৌলভীবাজার সদর উপজেলার ১নং খলিলপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের নবদিগন্ত সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে জালালাবাদ হোমিও প্যাথিক মেডিকেল এসোসিয়েশন সহযোগিতায় ফ্রি হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ ও ম্যালেরিয়া টেস্ট করা হয়।
০৩রা জুলাই গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে হাফেজ জুবায়ের আহমেদের সভাপতিত্বে ও জিহাদ আহমেদের পরিচালনায় ০৮জন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা প্রায় দুইশতাধিক রোগীকে সকল ধরনের শু-চিকিৎসা সেবা দেওয়া হয় ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব আবু মিয়া চৌধুরী,গোরারাই ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট সাইফুর রহমান,
জালালাবাদ হোমিও প্যাথিক মেডিকেল এসোসিয়েশনের সভাপতি ডাঃ আবুল হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ডাঃ এম কে খান ,ডা: আবুল হাসান চৌধুরী,ডা: এম এস আর জাহিদ, ডা: লোকমান হেকিম,ডা: আমেনা বেগম।সহকারী:-আজিজুল হক আজিজ,ইয়াসিন আরাফাত
আব্দুল মুনিম খোকন,আব্দুস,শুকুর সাহেল
জাফরুল ইসলাম,পার্থ সিংহা
ক্লাবের সাধারণ সম্পাদক রিপন আহমেদ ,সহ সভাপতি মাহদী হাসান লিটন, আব্দুল আলীম অপু,জুবায়ের আহমেদ,জুবেল চৌধুরী, তারেক আহমেদ, আরিপ মিয়,নয়ন মিয়া, আজিজুর রহমান, প্রমূখ।