তারাকান্দা প্রতিনিধিঃজমি সংক্রান্ত বিরোধ নিয়ে তারাকান্দায় আজ খুন হলেন একজন। ঘটনাটি ঘটেছে তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়নের করনগুয়া গ্রামে। ২৪ এপ্রিল শুক্রবার বিকাল ২টায় রিয়াজ উদ্দিন ও তার সহযোগীরা মনির উদ্দিনের সাথে জমি সংক্রান্ত বিষয় ( জমির আল মাপামাপি) নিয়ে কথা কাটাকাটি করে। এক পর্যায়ে রিয়াজ উদ্দিন গং মনির উদ্দিনকে কিল ঘুষি মারে। এতে মনির উদ্দিন মারাত্মকভাবে আহত হলে ঘটনাস্থলেই মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন তারাকান্দা থানার ওসি আবুল খায়ের সোহেল।
মরদেহ ময়নাতদন্তের জন্য মমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে, জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে, মামলা প্রক্রিয়াধীন আছে। অভিযুক্তরা পলাতক।গ্রেফতারের চেষ্টা চলছে।
এছাড়াও গতকাল ২৩এপ্রিল বিকেলে তারাকান্দা উপজেলার বালিখা ইউনিয়নের ঢাকিরকান্দা(চিনাপতি) গ্রামে মিষ্টির দোকানদার মোজাম্মেলের পুত্র সামিউল ও প্রতিবেশী মোফাজ্জলের পুত্র শাহজাহান এর মাঝে ঝগড়া থামাতে গিয়ে লাঠির আঘাতে বাবুল মিয়া (৪৫) নামের একজন নিহত হয়। এলাকাবাসী জানান যে,
মোজাম্মেল ও মোফাজ্জলের দুই পরিবারের ঝগড়া থামাতে গিয়ে মোফাজ্জলের ছেলে শাহজাহান(২৫)এর লাঠির আঘাতে এমন ঘটনাটি ঘটেছে।বাবুল মিয়ার সাথে শাহজাহানের পরিবারের পূর্ব হতে জমি নিয়ে বিরোধ ছিলো।এ ঘটনায় মোফাজ্জল ও তার ছেলে সোহেল, শাহজাহান,মাহবুব এবং তার স্ত্রী পলাতক রয়েছে।তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন,ময়নাতদন্ত করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে,আজ থানায় মামলা রুজু করা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।