দেশ
মোঃ তরিকুল ইসলাম বাবু
কথা বলা শেখার আগেই ডাকছি ‘মা’ তোকে,
জানতাম নাতো বুলিটা যে কোন ভাষারই ছিলো।
বুঝতে শিখে জেনেছি যে আমরা বাঙ্গালী।
মোদের সম্মান চায় না কেহ,
৫২তে ভাষাটাও কেড়ে নিতে চাইলো
পাক হানাদারের দল।
দেশে আজ হচ্ছেটা কী?
দেশটা আজ কার অধীনে?
দেশটা স্বাধীন নয় কী?
৭১এর যুদ্ধটা কি বৃথাই ছিলো?
মা-বোনেরা ইজ্জত কী শখে দিলো,
শহীদ ভাইয়েরা মাফ করে দে,
অপমান যে করছি মোরা
মাফ করে দে,মাফ করে দে।
দেশটা আজ রাঘব বোয়ালরা খাচ্ছে লুটে,
পারছে যে যেখান থেকে।
সমাজ সেবক নামে লুটপাট কারী,
নাম যে তাদের মুখোশধারী ঋণ খেলাপি
আরো বহুত লোক আছে যে
লিখতে আমার হাত কেঁপেছে
শহীদ ভাইয়েরা মাফ করে দে,মাফ করে দে।
দেশটা আজ রোসানলে,কষ্ট হচ্ছে দিন আনে যে,
দুমুঠো ভাত জুটছে না যে
কেমন মোদের স্বাধীনতা,পারছি নাতো বুঝতে মোরা।
অপমান যে করছি মোরা,
মাফ করে দে মাফ করে দে শহীদ ভাইয়েরা।