নোয়াখালীতে কোভিট-১৯ ভ্যাকসিন গ্রহনের জন্য ৩ দিন ব্যাপী রেজিস্ট্রেশন মেলা জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমি মাঠে আজ সকালে উদ্বোধন করেন জেলা প্রশাসক খোরশেদ আলম খান।
এসময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার আলমগীর হোসেন, সিভিল সার্জণ ইফতেখার মাছুম। এই সময় জেলা প্রশাসক বলেন, করোনা ভ্যাকসিক গ্রহনের জন্য মানুষকে উদ্বুদ্ধ করতে দেশে ১ম বারের মতো মেলার আয়োজন করা হয়েছে। চল্লিশোর্ধ প্রতিটি নাগরিক তাদের এনআইডি নিয়ে এ ভ্যাকসিক গ্রহন করতে পারবে। নোয়াখালীতে মোট ৫২ হাজার ৪শত ডোজ ভ্যাকসিক দেয়া হবে।