ডিমলা উপজেলার ৭ নং খালিশা চাপানী ইউনিয়ানে ডালিয়া তালতলা নামক জায়গায় প্রাইভেট কারের সাথে ধাক্কায় গুরুতর আহত হয়। বাংলাদেশ জামায়াত ইসলামি ডিমলা উপজেলা আমির এবং গোলমুন্ডা ফাযিল মাদ্রাসার ভাইস প্রিঞ্চিপাল মাওলানা মহিউর রহমান। তিনি আজ সকাল বেলা আনুমানিক ৯.০০ টার সময় মাদ্রাসা যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বাহির হন।
তিমি ডালিয়া বাজার হয়ে মঠর সাইকেলে গোলমুন্ডা যাচ্ছিলেন যাওয়ার পথে তালতলা নামক যায়গায় প্রাইভেট কারের সাথে ধাক্কা লাগে। এ সময় আশে পাশের মানুষ ও ইউনিয়ানের চেয়ারম্যান। মো আতাউর রহমান। সবাই মিলে ডালিয়া বাজার নিয়ে যান। ভিক্টিম গুরুতর আহত হওয়ায় অনাকে পরে ডালিয়া বাজার থাকে রংপুর নিয়ে যাওয়া হয়। এ নিয়ে ডিমলা উপজেলা শাখা ভিক্টিমের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।