কাজী ফজলুর রহমান স্মৃতি নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট ২০২০-২১ ফাইনাল খেলা বিজয়ী ভান্ডারিয়া বাজার
যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুরের ভান্ডারিয়ায় গৌরীপুর ইউনিয়নের উত্তর পৈকখালী ৯২ নং প্রাইমারী স্কুল মাঠে কাজী ফজলুর রহমান স্মৃতি নাইট শর্ট পিচ টুর্নামেন্ট ২০২০-২১ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
ফাইনাল খেলছেন ভান্ডারিয়া বজার জুনিয়র একাদশ ক্লাব & ফ্রেন্ডস একাদশ ক্লাব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এহসাম হাওলাদার, সাধারন সম্পাদক ভান্ডারিয়া উপজেলা যুবলীগ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল আমিন সরদার যুগ্ন সাধারণ সম্পাদক ভান্ডারিয়া উপজেলা ছাত্রলীগ,জনাব জিয়া হায়দার মিঠু,আলহাজ্ব মজিবুর রহমান চৌধুরী, চেয়ারম্যান ৭ নং গৌরীপুর ইউনিয়ন, রিয়াজুর রহমান মিয়া,
আলহাজ্ব হায়দার আলী,কাজী হাবিবুর রহমান, সাংবাদিক ফেরদৌস মোল্লা। সভাপতি হারুন আর রশীদ মোল্লা ফাইনাল খেলায় বিজয়ী হয়েছেন ভান্ডারিয়া বাজার জুনিয়র একাদশ ক্লাব। বিজয়ীদের মাঝে ২৪” এলিডী টিভি তুলে দেন সভাপতি হারুন আর রশীদ মোল্লা টুর্নামেন্ট পরিচালনা করেন কাজী সবজি জিয়ায়ুল পারবেজ বাবু,কাজী সফিক,পুরো মাঠটি দর্শকে মুখরিত করে রেখেছে।