আমি আছি হয়ে অস্থির অপেক্ষায় তোমার,, কবে পাবো তোমায় স্বপ্ন রানী বেশে তুমি হীনা নব-যৌবন নয় স্বস্থির হয়ে আছি ব্যাকুল দেখা দেবে কবে? নব-যৌবন কেন বললাম জানো?
জানো আমি কতটা ভাবি তোমায়? হয়ত জানোনা কিছুই, যদিও হয়ে আছো মোর হৃদয়।
তোমার বুকে আমি নিজের স্বর্গ পাই খুঁজি পাই ভালোবাসার সেই মৃদু হাওয়া, তোমার প্রেমে আমি আমারে পাই খুঁজি তুমিতো এই হৃদয়ের ময়না। নাহ, শুধু হৃদয়ের নও; তুমি সেই ময়না পাখি, যাকে মুক্ত আকাশেই মানায়, বন্দী কভু ভাবিনি তোমায় তুমি উজ্বল হয়ে থাকবে নিজের স্বাধীনতায়।
ভেবোনা হে মহীয়সী দেখিনি তোমায় দেখিনি তোমার বুকে মধু ঝর্ণার, ভেবোনা তুমি অদেখা আমার দেখেছি নয়ন মায়াবি তোমার। আমি দেখেছি তোমায়, শুধু আমি নই তোমায় ভালোবাসে অনেকেই, শুধু ভালোবাসেনা, দেয় রক্ত অশ্রু বিসর্জন তবু দেখতে চায় তোমার হাসিমাখা মুখ সর্বাগ্রেই।
তোমার চীরচেনা সেই সোনালী আঁচল দেখতে খুব ইচ্ছে করে, সবুজ গালিচায় বসে প্রেম করার ইচ্ছেটা সেই কবে থেকে কল্পনায় আনাগোনা করে।
কিন্তু যতোবারই সবুজ গালিচাটা মসৃন করেছি ততবারই কাদা ছিটিয়েছে ভিকটিমরা, হতে দেয়নি মোলাকাত সেই শুভ ক্ষণের যেনো খেলেছে হলি লাল রং এর।
কিন্তু আমি ছারিনি হাল, যদিও আছে ওতপেতে ওরা সবুজ গালিচা রক্ষিতে প্রয়োজনে খেলব আমরাও, খেলব প্রেমের সেই আশায়, খেলব হলি লাল লাল রং-এর।
মোঃ ফজলে রাব্বী