শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় ডুবার পানিতে ডুবে আঃ রহমান (২) এক শিশুর মৃত্যু হয়েছে। ৮ই মার্চ (সোমবার) শ্রীবরদী উপজেলার গোশাইপুর ইউনিয়নের মাটিয়াকুড়া গ্রামে ওই ঘটনাটি ঘটে। জানা যায়, নিহত আঃরহমান (২) মাটিয়াকুড়া গ্রামের মোঃরবিজল হকের ছেলে। স্থানীয়রা জানান, সোমবার সকালে বাড়ির আঙ্গিনায় আঃ রহমান খেলা করছিল।
এ সময় বাড়ির লোকজনের অগোচরে শিশু আঃ রহমান বাড়ির পূর্ব পার্শ্বে ডুবার পানিতে পড়ে যায়। বাড়ির লোকজন আঃ রহমানকে দেখতে না পেয়ে খুজাখুজি করিতে থাকে। এক পর্যায়ের শিশুটিকে ডুবার পানিতে ভাসতে দেখে লোকজন।
পরে শিশুটিকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। এ ব্যপারে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ মো: মোখলেছুর রহমান বলেন, এ ঘটনায় নিহতের বাবা শ্রীবরদী থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের করেছে।