শেরপুরের নকলায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শেরপুর জেলার নকলা উপজেলায় খোদেজা বেগম (৬২) নামে এক নারীর বস্তাবন্দি অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নকলা থানা পুলিশ।জানা যায়,খোদেজা বেগম ২নং নকলা ইউনিয়নের ধনাকুশা গ্রামের বন্দেরবাড়ী এলাকার মৃত আশকর আলীর স্ত্রী।
১১ই মার্চ (বৃহস্পতিবার) সকালে নিহত খোদেজা বেগমের বসত ঘরের পাশেই মাটির নিচে পুঁতে রাখা বস্তাবন্দি অবস্থায় তার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, গত ৪/৫ দিন ধরে এ মহিলাকে রাস্তা-ঘাটে চলাচল করতে কেউ দেখছেন না।
তারা ধারণা করছেন ৪/৫ দিন আগেই তাকে হত্যার পরে বস্তাবন্দি করে মাটিতে পুঁতে রাখা হয়ে থাকতে পারে। ১০ই মার্চ (বুধবার) থেকে ওই নারীর ঘরের আশেপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে আশেপাশের বাড়ীর লোকজন খোঁজাখুঁজি শুরু করে।
পরে বৃহস্পতিবার সকালে কুকুর মাটি খুড়ে লাশ বের করে ফেললে বস্তাবন্দি এ নারীর মরদেহের খোঁজ মিলে। পুলিশ খবর পেয়ে বস্তাবন্দি অবস্থায় অর্ধগলিত লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান ও নকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান সুজা ঘটনার বিবরণের সত্যতা নিশ্চিত করেছেন।