ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫৯ নং ওয়ার্ডের পশ্চিম মোহাম্মদ বাগ এলাকায় রাস্তার পাশে ময়লার স্তুপ প্রচন্ড দুর্গন্ধ এতে রোগ জীবানু ও ডেঙ্গু মশা বেড়ে চলেছে এলাকাবাসী সূত্রে জানা যায় দীর্ঘদিন যাবত বিভিন্ন গৃহস্থলীর বজ্র এখানে রাখা হয় এতে যেমন পরিবেশের দূষিত হচ্ছে পাশাপাশি রোগজীবাণু ছড়াচ্ছে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা রাস্তায় ময়লা রাখার কারণে একদিকে রাস্তা নষ্ট হচ্ছে অন্যদিকে মানুষ চলাচল তো দূরের কথা যানবাহন চলাটাই তো কষ্টকর ময়লার স্তরের পাশেই রয়েছে স্কুল,মাদ্রাসা,
মসজিদ সহ বিভিন্ন প্রতিষ্ঠান ময়লার দুর্গন্ধ অতিষ্ঠ হয়ে গেছে এলাকা বাসী এদিকে দরজা-জানালা খোলার তো দূরের কথা বন্ধ রেখে থামানো যাচ্ছে না দুর্গন্ধ ময়লার স্তরের কারণে রাস্তাটি যেন দিন দিন মানুষ চলাচলের অনউপযোগী হয়ে পড়েছে দ্রুত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ব্যবস্থা না নিলে মানুষের ভোগান্তি আর অবকাশ থাকবে না !