একটু খানি ভেবে দেখো মানুষ কত বড়,
বড় হলেই অনেক কিছু করতে পারে জড়ো ।
বড় তুমি হবে বন্ধু অনেক বড় হবে,
লেখা পড়া শিখে তুমি ন্যায়ের পথে রবে ।
ন্যায়ের পথে চলতে গেলে আসবে বাধা ভয়,
ভয় বাধাকে লড়তে হবে করতে হবে জয় ।
চারিদিকে দেখতে পাবে ন্যায়ের কি যে সুখ,
সকল মানব প্রসংশিত করবে তোমার মুখ ।
ন্যায়ের পথে থাকো যদি বারবে তোমার মান,
তোমায় নিয়ে কাব্য প্রেমী করবে আলোক সন্ধান ।
মো ইয়াছিন আরাফাত