বিকেলে নিয়ামতপুর উপজেলার মালঞ্চী বাজার থেকে শুরু করে ৭ নং ওয়ার্ডের গরীব দুঃখী মানুষের মাঝে কম্বল ও মাস্ক বিতরন করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক জনাব মোঃ আব্দুল কুদ্দুস সামাজিক দূরত্ব মেনে মালঞ্চী বাজার থেকে শুরু করে ৭নং ওয়ার্ডের, বিভিন্নস্থানে ভাসমান দরিদ্র ও ছিন্নমূল অসহায় পথিক বা ঘুমন্ত মানুষের মাঝে কম্বল ও মাস্ক বিতরন করেন। এ বিষয়ে তার বাবা জনাব আব্দুল সাত্তার জানান, আমার ছেলে সব-সময় মানুষের জন্য কাজ করছে, আল্লাহ্ ওকে আরো কাজ করার তৌফিক যেন দান করেন।
ও যেন সব সময় অসহায় মানুষের সেবা করতে পারে। মানুষের জন্য মানবতা, আমরা যার যার অবস্থান থেকে দেশের ও সাধারণ মানুষের জন্য কিছু করার চেষ্টা করলেই সুন্দর ও সুখি রাষ্ট্র দেখতে পাবো। মানুষের জন্য কাজ করা আমাদের ঈমানী দায়িত্ব। আমরা যদি সামর্থবান হই, তাহলে অবশ্যই শীতার্ত মানুষদের জন্য সহায়তা করা দরকার। মানুষ খুব কষ্টে আছে, আমি একা ভালো থাকবো কেনো তাদের সাথে নিয়েই ভালো থাকবো এটাই আমার ইচ্ছা আমার মত সমাজের বিত্তবানরা অসহায় ব্যক্তিদের পাশে দাঁড়াবে এটায় আমার কাম্য।